১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল রুমা সেনা জোন

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রুমা সেনা জোন ।

বুধবার (১৭ জুন) সকালে বৃষ্টি উপেক্ষা করে ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেন সেনাবাহিনীর সদস্যরা ।

রুমা সেনা জোনের লেফটেন্যান্ট মোঃ তানজিমুল ইসলাম বলেন, করোনা যুদ্ধে শুরু থেকেই বাংলাদেশ সেনাবাহিনী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে । করোনার এই মহামারিতে হতদরিদ্ররা যেন অভুক্ত না থাকে এবং জীবিকার উদ্দেশ্যে বাসা থেকে বাইরে বের না হয়।

NewsDetails_03

এ সকল ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, চিনি, লবন, পিয়াজ ও সাবান।

করোনা পরিস্থিতি মোকাবেলায় দুস্থ মানুষের সেবায় সেনাবাহিনীর এ ধারা অব্যাহত থাকবে বলে জানান রুমা সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ গোলাম আকবর, পিএসসি।

জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান এর নির্দেশনায় গত ২৫ মার্চ তারিখ হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে।

আরও পড়ুন