১৫০ শিক্ষার্থীকে বই দিলো বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়েশন

NewsDetails_01

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সহায়ক বই বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়েশন।

আজ শুক্রবার (২২ জানুয়ারি) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে সংগঠনটির ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন বিভাগের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ভর্তি পরীক্ষা সহায়ক বই বিতরণ করা হয়।

YouTube video

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়াম্যান ক্যশৈহ্লা।

NewsDetails_03

বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়শনের সভাপতি পুলু মারমার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, মোজাম্মেল হক বাহাদুর, লক্ষীপদ দাস, তিংতিং ম্যা, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, চট্টগ্রাম নাট্যকলা বিভাগের প্রভাষক মামুনুল হক, সমাজ বিজ্ঞান অনুষদের প্রভাষক কাজী তাসলিমা নাসরিন জেরিন ।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন,বই পড়ার অভ্যাস করতে হবে। বই হলো জীবনের বন্ধু । বই না পড়লে কখনও জ্ঞান অর্জন করা সম্ভব নয় । লক্ষ্য অর্জনের জন্য থাকতে হবে সময়ানুবর্তিতা, চেষ্টা ।

পরে আগত অতিথিদের সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

আরও পড়ুন