২ কর্মী হত্যায় ইউপিডিএফ দুষছে সংস্কারবাদী জেএসএসকে

NewsDetails_01

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নিজেদের দুই কর্মীকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। তারা এ ঘটনার জন্য সংস্কারবাদী জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে। তবে সংস্কারবাদী জেএসএসের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

শুক্রবার ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবি করা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে সংস্কারবাদী জেএসএস-এর একদল সশস্ত্র সদস্য নানিয়ারচর উপজেলার রামসুপারিপাড়ায় গিয়ে আকর্ষণ চাকমা (৪০) ও শ্যামল কান্তি চাকমাকে (৩৮) গুলি করে হত্যার পর পালিয়ে যায়। নিহতরা সংস্কারবাদী জেএসএস ত্যাগ করে ইউপিডিএফ-এর কাছে আশ্রয় নিয়েছিলেন।

এতে আরও দাবি করা হয়, সংস্কারবাদী জেএসএসের নানা দুর্নীতি-অনিয়ম ও জাতীয় স্বার্থ পরিপন্থী কার্যকলাপের কথা জনসম্মুখে প্রকাশ করে দেওয়ার কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদের হত্যা করা হয়েছে।

NewsDetails_03

প্রেস বার্তায় অবিলম্বে আকর্ষণ ও শ্যামলের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এদিকে সংস্কারবাদী জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি প্রগতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার দলকে দায়ী করা হচ্ছে।

তিনি পাল্টা দাবি করেন, ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সূত্র : সমকাল

আরও পড়ুন