৩ জুন ছুটির প্রস্তাব নাকচ

NewsDetails_01

সচিবালয়
এবার ঈদুল ফিতরের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে শুধু ৩ জুনই একটি কর্মদিবস থেকে যায়। নির্বাহী আদেশে সরকার এ দিন ছুটি ঘোষণা করলে টানা ৯ দিন ছুটি উপভোগ করতে পারতেন সরকারি চাকরিজীবীরা। তবে টানা ছুটির প্রত্যাশা মিটছে না তাদের। আগামী ৩ জুন (সোমবার) ছুটি ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, সরকার ৩ জুন ছুটি দেয়ার পক্ষে নয়।

NewsDetails_03

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মো. রইছ উদ্দিনও ৩ জুন ছুটি ঘোষণার কোনো খবর নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ৩ জুন ছুটির বিষয়ে কাজ করছে না। তাছাড়া ছুটির বিষয়ে আমরা কোনো নির্দেশনাও পাইনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে ঈদুল ফিতরের সময় শবে কদর, সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৯ দিনের ছুটির মধ্যে একদিন অফিস খোলা ছিল। ওই সময় প্রধানমন্ত্রীর নির্দেশে মাঝের একদিন ছুটি ঘোষণা করা হয়েছিল। তখন ১ থেকে ৯ জুলাইয়ের মধ্যে ৪ জুলাই ছিল কর্মদিবস। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটির সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ছুটি ঘোষণা করেন। তবে ওই বছরের ৪ জুলাইয়ের অফিস পরে ১৬ জুলাই শনিবার করতে হয় সরকারি চাকরিজীবীদের।

আরও পড়ুন