নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সড়ক দুর্ঘটনায় জহির উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে । তিনি ইউনিয়নের নুর মোহাম্মদ ডিলারের তৃতীয় পুত্র এবং স্থানীয় সাংবাদিক মফিজুর রহমাানের ছোট ভাই বলে জানা গেছে ।

আজ শনিবার (২নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বাইশারী এলাকায় এ ঘটনা ঘটে ।

NewsDetails_03

স্থানীয়রা জানান, ডাম্পার গাড়ীটি খালি থাকা অবস্থায় চালক জহির গতিপথ পরিবর্তনের জন্য গাড়ীটি ফেরাতে গিয়ে গাড়িসহ পাশের খাদে পড়ে যায় । নিজেকে বাঁচাতে গাড়ী থেকে লাফ দিলে পরে গাড়ির তলায় পড়ে যায় সে। এসময় এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । পরে ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

আরও পড়ুন