সদ্য জারি হওয়া সড়ক পরিবহণ আইন, ২০১৮ খ্রিঃ সম্পর্কে যানবাহন, মালিক ও চালক সংশ্লিষ্ট সকলের সচেতনতা ও প্রচারণার অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষে লিফলেট বিতরণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফি উল্লাহ।

গত রোববার রাঙ্গামাটি শহরের বিভিন্ন ব্যস্ততম সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে এসব লিফলেট বিতরন করা হয়। এসময় বিভিন্ন যানবাহনের চালক, হেল্পার ও জনসাধারণকে নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে ধারনা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মোঃ আব্দুল আওয়াল চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ ইসমাইলসহ রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যবৃন্দ।