রাঙ্গামা‌টিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

রাঙ্গামা‌টিতে পালিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। আজ বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন করা হয়।

রাঙ্গামা‌টি পৌর মেয়র আকবর হোসে চৌধুরীর সভাপতিত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‌জেলা প্রশাসক এ‌কে এম মামুনুর র‌শিদ।

NewsDetails_03

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোঃ ছু‌ফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, উপজেলা ম‌হিলা ভাইস চেয়ারম্যান নাস‌রিন ইসলাম প্রমুখ।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড প্রদর্শন করা হয়। এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন