রাঙ্গামাটিতে বাস চাপায় ফ্রেন্ডস সাইক্লিস্ট অব বাংলাদেশ এর সদস্য নিহত
রাঙ্গামাটিতে বাস চাপায় শাহেদ নামে এক সাইক্লিস্ট নিহত হয়েছেন। আজ বুধবার (১ জানুয়ারি) পৌনে ১২টার দিকে জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ডাক বাংলো সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়,সকালে চট্টগ্রাম থেকে ফ্রেন্ডস সাইক্লিস্ট অব বাংলাদেশ ৮ জনের একটি দল বাই সাইকেল চালিয়ে রাঙ্গামাটি যাচ্ছিল।

পুলিশ জানায়,সাইক্লিস্ট এর দলটি রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের ঘাগড়া ডাক বাংলো সংলগ্ন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা মহালছড়ি থেকে ছেড়ে আসা একটি বাস শাহেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহেদ মারা যায়। নিহত শাহেদ চট্টগ্রামের চান্দগাওয়ের শসসের ইসলামের পুত্র।
কাউখালী থানার ওসি শহিদ উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক চালক ও বাসটিকে আটক করা হয়েছে।