পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃ‌ত্তি পেলেন ৭২৯ শিক্ষার্থী‌

NewsDetails_01

কলেজ ও বিশ্ব‌বিদ্যাল‌য় পর্যায়ের গরীব মেধাবী ৭২৯ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা হিসাবে প্রায় সাড়ে ৬৩ লক্ষ টাকার শিক্ষাবৃ‌ত্তি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বোর্ডের মাইনী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।

NewsDetails_03

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একে এম মকছুদ আহমেদ, পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ‌দিন জেলার কলেজ ও‌ বিশ্ব‌বিদ্যালয়ের ৭২৯ জন শিক্ষার্থীদের মাঝে ৬৩ লক্ষ ৪৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। তারমধ্যে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জনপ্রতি ৭হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিজন শিক্ষার্থী ১০হাজার টাকা করে বৃত্তি পেয়েছে।

আরও পড়ুন