টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ৫ গ্রামের প্রায় ৩ শতাধিক বসতবাড়ি ও দোকান এখন পানির নিচে তলিয়ে গেছে ।
মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত প্রবল বর্ষণের ফলে ইউনিয়নের দক্ষিণ বাইশারী, দক্ষিণ নারিচ বুনিয়া, পশ্চিম বাইশারী, গুদাম পাড়া, মধ্যম বাইশারী,করলিয়ামুরা ও উত্তর বাইশারীর অধিকাংশ বাড়িঘরে পানি উঠেছে।
এরইমধ্যে ইউনিয়নের ৫টি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ন কেন্দ্র খোলা হয়েছে ।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী জানান, ৫টি প্রাথমিক বিদ্যালয়ে ৪ শতাধিক মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উক্ত বিদ্যালয়গুলোতে থাকার ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, টানা বর্ষণে বাইশারী-ঈদগাও সড়ক, বাইশারী -গর্জনিয়া সড়ক পানিতে তলিয়ে গেছে। বাজারের রাস্তাঘাট, দোকানপাট, বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা, নারিচবুনিয়া দাখিল মাদ্রাসা, শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা, উন্নয়ন বোর্ডের পাড়া কেন্দ্র আংশিক পানিতে তলিয়ে গেছে।