বান্দরবানের থানচিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনে মেরামত করতে গিয়ে অংচিং মারমা নামে এক যুবক নিহত হয়েছেন । তিনি উপজেলার বলিপাড়া ইউনিয়নের দাকছৈ পাড়া গ্রামের মৃত অংসাহ্লা মারমার ছেলে ।
সোমবার সকাল সাড়ে ১১টর দিকে থানচি বান্দরবান সড়কের বিদ্যুৎ লাইন মেরামত করতে উঠে ওই যুবক । কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু হয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে ওই যুবক রাস্তায় পড়ে যায় বলে জানান স্থানীয়রা ।
পরে আহত ওই যুবককে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান নিহত যুবকের আত্মীয় ক্যশৈমং ।
া থানচি সদর হতে তিন কিলোমিটার দূরত্বে বিদ্যামনি পাড়ায় থানচি বান্দরবান সড়কে বিদ্যুৎতে সঞ্চালন লাইন রাস্তায় পড়ে গিয়ে তা উঠানো বা মেরামত করার হয়েছিল । বান্দরবানে সংশ্লিষ্টদের সাথে মুঠোফোনে যোগাযোগে মাধ্যমে বিদ্যুৎ লাইন বন্দ করে দিয়েছিল । হঠাৎ করে বিদ্যুৎ লাইন চলে আসলে মেরামতে কাজ করার অবস্থা তাঁকে ধাক্কা দিলে মাটিতে পড়ে আহত হয় ।
অংচিংমং মারমা (জয়) ২০১৭ সাল থেকে বিদ্যুৎ বিভাগের চাকুরী করেছিলেন ।