খাগড়াছড়িতে খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত

NewsDetails_01

খাগড়াছড়িতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১২টায় খাগড়াছড়ি জেলা সদরের কলাবাগান আর্দশ যুব সংঘের হলরুমে কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপি’র সংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
ওয়াদুদ ভূইয়া বলেন, তৎকালীন সেনা শাসিত সরকারের সাথে বেগম খালেদা জিয়া আপোষ না করায় তাকে কারাভোগ করতে হয়েছিল। দেশত্যাগে বাধ্য করা হলেও বেগম খালেদা জিয়া দেশবাসীর কথা চিন্তা করে দেশ ত্যাগ করেননি। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সেনা শাসকরা আওয়ামীলীগের সাথে আতাঁত করে নির্বাচন দিয়ে অবৈধ ভাবে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে পালিয়ে যায়। ভবিষ্যত নির্বাচনে আওয়ামীলীগকে অবৈধভাবে আর ক্ষমতা আসতে না দিতে দেশবাসীর প্রতি অনুরোধ করেন তিনি।
আলোচনা সভায় জেলা বিএনপির অঙ্গসংগঠনের পাশাপাশি বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন