থানচির সাঙ্গু নদীতে ডুবে এক স্কুল ছাত্র নিখোঁজ

NewsDetails_01

বান্দরবানে থানচি উপজেলার সাংগু নদীতে ডুবে ৯ম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম অজয় ত্রিপুরা (১৫)। আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে সাংগু নদীতে মাছ ধরার জাল নিয়ে এপার থেকে ওপাড়ে পার করার সময় সে নদীতে ডুবে যায়। নিখোঁজ ছাত্র রুমা উপজেলা গ্যালেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডে আদিগা পাড়ায় সুমন ত্রিপুরা এর ছেলে ।

NewsDetails_03

বলিপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার অংসিংম্যা মারমা জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিলেও দুই একজন ছাত্রকে প্রতিষ্ঠানটি থেকে ছুটি দেয়া হয়নি। তাদেরকে ফাদারের বাসায় রান্না কাজে রাখতেন। শুক্রবার মোট ৪জন ছাত্র সাংগু নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। ঐ সময় নদী পার হওয়ার জন্য সাতার কাটতে গেলে অজয় সাংগু নদীতে ডুবে যায়। ঘটনার পর এলাকাবাসী ও স্কুলের শিক্ষকরা নদীতে অনেক তল্লাশী চালালেও তার সন্ধান মেলেনি।

বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি জানান, কাগজের কলমে আমাদের স্কুলে ভর্তি কিন্তু বাস্তবে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র হাই স্কুল ছাত্র সে। নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীতে সিষ্টার পুস্পকর্তা’র হেফাজতে থাকেন। এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ছাত্রের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুন