দূর্গম এলাকায় ২৫০ কোটি টাকার সোলার প্যানেল বিতরণ করা হবে: বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবান জেলা প্রশাসন মিলানায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর
পার্বত্য তিন জেলায় বিদ্যুৎ লাইন সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরইমধ্যে একনেকে ৫শত ৬৫ কোটি টাকা অনুমোদন দিয়েছেন। দূর্গম এলাকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে সোলার প্যানেল বিতরণের জন্য এরই মধ্যে ২ শত ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। দুর্গম তিন্দু, রেমাক্রি ছোট মদক, বড় মদক, পোয়ামুহুরি, সোনাইছড়ি, দোছড়ি এলাকায় খুব শীঘ্রই বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হবে ।
শুক্রবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসন মিলানায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন সিংইয়ং ম্রোসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ।
দুপুরে জেলা পরিষদ আপদকালীন তহবিল থেকে ৭৭ জনের মধ্যে ২০ লাখ ৫ হাজার টাকা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ২৯ জনের মাঝে ৪ লাখ ৪৫ হাজার টাকার চেক তুলে দেন প্রতিমন্ত্রী ।

আরও পড়ুন