শুক্রবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসন মিলানায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন সিংইয়ং ম্রোসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ।
দুপুরে জেলা পরিষদ আপদকালীন তহবিল থেকে ৭৭ জনের মধ্যে ২০ লাখ ৫ হাজার টাকা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ২৯ জনের মাঝে ৪ লাখ ৪৫ হাজার টাকার চেক তুলে দেন প্রতিমন্ত্রী ।