বান্দরবানে ইউপি চেয়ারম্যান জসিম’সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

purabi burmese market

বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউপি চেয়ারম্যান জসিমসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুর রহমান সিদ্দিকী গত সোমবার বিকেলে এই পরোয়ানা জারি করেন।

এই তিনজন হলেন, লামার আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মোস্তাক আহমেদ ও সাইফুল ইসলাম।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্জ সহকারী এস এম মাঈনুল ইসলাম সিকদার জানান, লামা উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা বাহাদুর আলমের স্ত্রী ও মামলার বাদী ইয়াছমিন আক্তার ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট কাজী মহতুল হোসাইন জানান, মামলার বাদীর অভিযোগটি সত্য প্রমাণ হয়েছে এবং বাদী পক্ষের নারাজি দরখাস্তের প্রেক্ষিতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।