বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণও চাটার্ড শীপমেন্ট্র গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকালে বান্দরবান পৌরসভা মিলনায়তনে এই অনুষ্টান অনুষ্ঠিত হয় ।
বান্দরবানে এপেক্স ক্লাব অব সাঙ্গুর সভাপতি সোপঙ্কর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের জাতীয় প্রেসিডেন্ট এপেক্সিয়ান এডভোকেট রেজাউল ইসলাম , চট্টগ্রাম ডিজি-৩ এর এপেক্সিয়ান ফেরদৌস আলম সেলিম, আইপিডিজি-৩ মো:নুরুল আমিন চৌধুরী আরমান, এপেক্স ক্লাব অব সাঙ্গুর সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক রাশেদ, এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবর সহ আরো অনেকে। অনুষ্টানে এপেক্স ক্লাবের জাতীয় প্রেসিডেন্ট এডভোকেট রজাউল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে বলেন, এপেক্স ক্লাব আর্ত মানবতায় সেবায় নিয়োজিত। এপেক্স ক্লাবের সদস্যরা গ্রহণ করতে নয় বরং প্রদান করতে বিশ্বাসী।
এসময় প্রধান অতিথি আরো বলেন, এপেক্স ক্লাবের প্রতিটি সদস্য গরীর দু:খী মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতে এই ক্লাবের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এই সংগঠনটি দু;খী মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামুলক কর্মকান্ড অব্যাহত রাখবে। অনুষ্টানে এপেস্ক ক্লাব অব বাংলাদেশের জাতীয় প্রেসিডেন্ট এপেক্সিয়ান এডভোকেট রেজাউল ইসলাম বান্দরবান এপেক্স ক্লাব অব সাংগুকে চাটার্ড শীপমেন্ট্র সার্টিফিকেট প্রদান করেন। শেষে এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।