বাস খাদে পড়ে বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ

NewsDetails_01

বান্দরবান- চট্টগ্রাম সড়কের রেইচা এলাকার থলিপাড়ার মুখে সড়ক ধসে যাওয়ায় একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এই ঘটনায় নিহত ও আহতের কোন খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৭নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান থেকে একটি যাত্রীবাহি বাস রেইচা এলাকার থলিপাড়ার মুখ অতিক্রম করার সময় বাসের চাকা খাদে পড়ে বাসটি নষ্ট হয়ে যায়, আর এরপরই বান্দরবান কেরানীহাট সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন জটের কবলে পড়ে যায়, ফলে বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

NewsDetails_03

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো:এনামুল হক ভুইয়া জানান, বান্দরবান থেকে একটি যাত্রীবাহি বাস রেইচা এলাকার থলিপাড়ার মুখ অতিক্রম করার সময় নির্মানীধীন ব্রীজ পার হতে গিয়ে বাসটি ছিটকে খাদে পড়ে যায় আর এরপরই বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরো জানান,আমরা এ ব্যাপারে তদারকি করছি আশা করি দ্রুত সময়ে যান চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন