নাশকতামূলক হামলার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের তবলছড়ি এলাকা থেকে রাঙামাটি ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ সায়েমকে আটক করা হয়।
৫ ফেব্রুয়ারি থেকে বিশেষ অভিযান চালিয়ে নাশকতামূলক হামলার পরিকল্পনার অভিযোগে এ পর্যন্ত জেলা বিএনপির সভাপতি, জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সভাপতিসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের সবার বিরুদ্ধে নাশকতামূলক পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, পুরো জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।