লামায় জীপ গাড়ির ধাক্কায় নিহত ১

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় জীপ গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ছোটন শীল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের বদুরঝিরি এলাকার উজির আলী টেকে এ দূর্ঘটনাটি ঘটে। ছোটনশীল আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ছাবেরমিয়া পাড়ার বাসিন্দা মৃত পরিমল শীলের ছেলে এবং বিআরবি গ্রুপের কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের এস আর ছিলেন।

NewsDetails_03

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সকালে ছোটন শীল মোটর সাইকেল যোগে লামা-ফাঁসিয়াখালী সড়ক হয়ে চট্টগ্রামা জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদস্থ কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় সড়কের বদুরঝিরি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামি একটি জীপ গাড়ি ছোটন শীলের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলসহ ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় ছোটন শীল। ঘটনার পর ঘাতক চালক জীপগাড়িটি নিয়ে পালিয়ে যায়।

এই ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন