আলীকদমে উপজেলা যুবলীগের সন্মেলনে আওয়ামী লীগের কাজ নাই !

NewsDetails_01

নানা সমালোচনা ও দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়তার অভিযোগের তীর ছিল বান্দরবানের আলীকদম উপজেলা যুবলীগের বিপক্ষে, তা আওয়ামী লীগের যে কোন আলোচনা সভায়। অবশেষে সম্মেলনের তারিখ ও সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হলেও জানে না উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। আর এই সন্মেলনে জেলা আওয়ামী লীগের কোন কাজ নাই বলে অবহিত করেন, জেলা যুবলীগের আহব্বায়ক কেলু মং মার্মা।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের মনোনীত তালিকায় সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে জেলা যুবলীগ অনুমোদন দেওয়ার অভিযোগ আলীকদম যুবলীগের অধিকাংশ নেতাকর্মীর।

গত ১০ জুলাই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের তারিখ উল্লেখ্য থাকলেও প্রকাশ হয় ১৯ জুলাই। এদিকে সম্মেলন কমিটির অধিকাংশ সদস্যদের মতামত নেওয়া হয়নি ও ৯ দিন আগের তারিখ বসিয়ে উপজেলা আওয়ামীলীগকে না জানিয়ে ১৯ জুলাই প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা আওয়ামীলীগ।

উপজেলা যুবলীগের নেতাকর্মীরা জানায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের মনোনীত লোকদের দিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি করেছে। সম্মেলনের প্রস্তুতি কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতির কোন মতামত ও উপজেলা আওয়ামী লীগের মতামত নেওয়া হয়নি। যুবলীগের মাদার সংগঠন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে অবগত না করেই সম্মেলন প্রস্তুতি। বিষয়টি খুবই হাস্যকর, জেলা যুবলীগের আহবায়ক একক প্রার্থীর এজেন্ডা বাস্তবায়ন করছে।

NewsDetails_03

উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকের হোসেন বলেন, সম্মেলন প্রস্তুতির বিষয়ে আমি জানি না। জেলা যুবলীগের আহবায়কের কাছে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যে তালিকা পাঠিয়েছে, তাই সম্মেলন প্রস্তুতি কমিটি বলে প্রকাশ করেছে জেলা যুবলীগ। ভারপ্রাপ্ত সভাপতি হলেও আমার কোন মতামত নেওয়া হয় না কখনও, মতামত নেওয়া হয় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের।

এক প্রশ্নের উত্তরে জেলা যুবলীগের আহবায়ক কেলুুমং মারমা বলেন, যুবলীগের সম্মেলনের উপজেলা আওয়ামী লীগকে জানানোর কাম নাই (কাজ নেই)। পরবর্তীতে সাবেক যুবলীগ নেতাদের দিয়ে আরও একটি সম্মেলন সফল করতে কমিটি করা হবে।

তিনি আরও বলেন, সবকিছু জেলা যুবলীগ করবে, সম্মেলন প্রস্তুতি কমিটির কাজ হচ্ছে শুধু মাত্র সম্মেলনের স্থান ঠিক করা ও সম্মেলনের বাঁশ এবং গাছ গারা (লাগানো)।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক অংশোথোয়াই মারমা জানান, উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি করার বিষয়টি কেউ জানায়নি। উপজেলা আওয়ামী লীগকে অবগত দরকা। যেহেতু উপজেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী যুবলীগের মাদার সংগঠন।

আরও পড়ুন