আলীকদমে পাহাড় কাটায় ১ লক্ষ টাকা জরিমানা

আটক ও স্কেভেটর জব্দ করা হয়নি

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড় কাটার দায়ে মোহাম্মদ ইসমাইল (লাল ইসমাইল) নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

NewsDetails_03

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে জেলার আলীকদমের ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের আওতায় আলীকদম- থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় পাহাড় কাটার দায়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ জিল্লুর রহমান ও আলীকদম ৫৭ ব্যাটালিয়ন বিজিবি সহযোগিতায় অভিযানটি পরিচালনা ও জরিমানা করা হয়। এসময় পাহাড় কাটার অভিযোগে কাউকে আটক ও স্কেভেটর জব্দ করা হয়নি।

এই বিষয়ে আলীকদমের এসিল্যান্ড মো. জিল্লুর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অভিযানটি পরিচালনা করা হয়েছে, পাহাড় কাটার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন