উপ‌জেলা নির্বা‌চনের ২য় ধা‌পে পাহা‌ড়ের ৯ উপ‌জেলা

NewsDetails_01

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২১ মে। ঘোষনা অনুযায়ী পাহা‌ড়ের তিন জেলার ৯ উপ‌জেলায় একইদিন নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে।

সোমবার (১ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সভায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এসব তথ্য দেন।

তফসিল অনুযায়ী বান্দরবান জেলার রুমা, লামা, নাইক্ষ্যংছ‌ড়ি উপ‌জেলা, রাঙামা‌টি জেলার কাপ্তাই, রাজস্থলী, বিলাইছ‌ড়ি উপ‌জেলা এবং খাগড়াছ‌ড়ি জেলার খাগড়াছ‌ড়ি সদর, দী‌ঘিনালা, পানছ‌ড়ি উপ‌জেলায় আগামী ২১ মে ভোটগ্রহণ অনু‌ষ্ঠিত হ‌বে।

NewsDetails_03

এর আ‌গে ১ম ধা‌পে পাহা‌ড়ের তিন‌জেলার ১৩‌টি উপ‌জেলায় আগামী ৪ মে ভোটগ্রহ‌নের তারিখ ঘোষনা করা হ‌য়ে‌ছে। এই তিন‌জেলার বাকী ৪‌টি উপ‌জেলায় তৃতীয় ধা‌পে নির্বাচন হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।

নির্বাচন কমিশনের তথ্যম‌তে, প্রথম ধাপের নির্বাচনের মত দ্বিতীয় ধাপেও প্রার্থীরা মনোনয়ন পত্র অনলাইনে জমা দেবে। একইসঙ্গে প্রার্থীদের জামানত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২ মে। ভোটগ্রহণ ২১ মে।

ঘোষনা অনুযায়ী, ১ম ও ২য় ধা‌পে পাহা‌ড়ের উপজেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন