খাগড়াছড়িতে হরতালের সমর্থনে বিক্ষোভ

NewsDetails_01

fb_img_1476279188417পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ বাতিল এবং বাঙ্গালী নেতা আতিকুর রহমান আতিকের মুক্তির দাবীতে আন্দোলনরত পাঁচ সংগঠনের ডাকা বৃহস্পতিবার ও রবিবার ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। বুধবার খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

NewsDetails_03

সমাবেশে বাঙ্গালীদের অধিকার রক্ষায় আহুত ৪৮ ঘন্টার হরতাল পালনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশপ্রেমিক জনগন এ আইন মানেনা। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন বাতিল করা না হয় তবে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা। সমাবেশে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদ উল্লাহ আসাদ প্রমুখ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

আরও পড়ুন