‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ স্লোগানে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস

NewsDetails_01

“ পর্যটন ও গ্রামীন উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গণ হতে একটি শোভাযাত্রা বের হয়ে পরিষদের অডিটরিয়ামে এসে সমবেত হয়।

শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণীপেশার জনগণ অংশ নেন। পরে পার্বত্য জেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

NewsDetails_03

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, নির্বাহী কর্মকর্তা মো: শেখ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ -পরিচালক ড. এ কে এম নাজমুল হকসহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পর্যটকরা পাহাড়ে ভ্রমণ করতে এসে অনেক ফলজ ও কৃষিজ পণ্য কিনে নিয়ে যায়। যার কারণে এখানকার গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন বিকশিত হচ্ছে। এছাড়াও পর্যটনকে ঘিড়ে গড়ে উঠছে অসংখ্য হোটেল মোটেল । এ খাতে কর্মসংস্থান হচ্ছে হাজারো বেকারের।

এছাড়াও সরকারের পাশাপাশি পর্যটন বিকাশের জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে । বেসরখারি খাত ছাড়া কখনও পর্যটন উন্নয়ন সম্ভব নয় বলে অভিমত দেন বক্তারা ।

এছাড়াও পার্বত্য জেলার পর্যটন শিল্প নিয়ে বিভিন্ন অপপ্রচার আছে সেগুলোর প্রতি সবাইকে সজাগ থাকতে হবে বলে জানান বক্তারা ।

আরও পড়ুন