চিৎমরম ইউনিয়ন এর জামাইছড়িতে প্রায় ৬০ বছরের চন্দুল গাছ

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের জামাইছড়ি মারমা পাড়ায় দেখা মিলল প্রায় ৬০ বছরের একটি চন্ডুল গাছ। মারমা ভাষায় এটাকে রিমোপা গাছ বলে জানান স্থানীয় অধিবাসী ক্যাওমং মারমা।

NewsDetails_03

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) এই প্রতিবেদক যান জামাইছড়ি এলাকায়। এই জামাইছড়ি মারমা পাড়ার একটি মাঠের কোনে এই গাছটি দেখতে পাওয়া যায়। এটার নীচের অংশে গর্তের মতো। যেখানে ময়না পাখি বাসা বেঁধেছে।

কাপ্তাই বন বিভাগের সাবেক রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ বলেন, এই গাছটি
চন্দুল গাছে। চন্দুল গাছের গর্তে ময়না পাখি বাসা বাঁধে। চন্দুল গাছের শরীর জুড়ে প্রাকৃতিক ভাবে প্রচুর ছোট ছোট গর্ত হয়। বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর হবে।

আরও পড়ুন