দুই ত্রিপুরা কিশোরী ধর্ষনের ঘটনার প্রতিবাদে বান্দরবানে শিক্ষার্থীদের মানববন্ধন

NewsDetails_01

বান্দরবানে শিক্ষার্থীদের মানববন্ধন
বান্দরবানের লামা উপজেলায় দুই ত্রিপুরা কিশোরী ধর্ষনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীরা।গত মঙ্গলবার সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেয়।
এছাড়া বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের ও সংগঠনের নেতা কর্মী সমর্থক ও ছাত্র ছাত্রীরা এই মানবন্ধনে অংশ নেয়। পরে সমাবেশে বক্তব্যে রাখেন মারমা স্টুডেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় নেতা অংথুই খ্যয় মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের নেতা প্রশান্ত ত্রিপুরা, চাক স্টুডেন্ট ফোরামের নেতা থোয়াইক্য জাই চাক, ম্রো সম্প্রদায়ের নেতা রিংগেআং ম্রো প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষনের ঘটনায় দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানান।
উল্লেখ্য, গত ২২ আগস্ট বান্দরবানের লামা উপজেলার বনফুড় এলাকায় রামখতি পাড়ায় দুই ত্রিপুরা কিশোরী ধর্ষনের শিকার হয় বলে তাদের পরিবারের পক্ষ হতে অভিযোগ করা হয় আর এই ঘটনায় বিজিবির ৩ সদস্যদের বিরুদ্ধে লামা থানায় একটি মামলা ও দায়ের করা হয়েছে।

আরও পড়ুন