নাইক্ষ্যংছড়িতে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

NewsDetails_01

বীর বাহাদুর ফাউন্ডেশনের পক্ষ থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে বীর বাহাদুর ফাউন্ডেশনের আয়োজনে নাইক্ষ্যংছড়ি উপজেলা মিলানায়তনে এই শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় ।

NewsDetails_03

বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি খলিলুর রহমান সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর বাহাদুর ফাউন্ডশনের সহ-সভাপতি মহিউদ্দিন, সহ-সভাপতি নাজমুল হাসান ভুয়া, সাধারণ সম্পাদক নাজমিল হোসেন বাবুল, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী সহ আরো অনেকে ।

আয়োজকরা জানান, পাহাড়ি অঞ্চলে কোমলমতি শিশুদের শিক্ষা এবং ক্রীড়াঙ্গনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে বীর বাহাদুর ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয় ও একটি কলেজের ৫০জন শিক্ষার্থীদের মাঝে এই পুস্তক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন