বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব সোমবার, আসছেন পররাষ্ট্রমন্ত্রী

NewsDetails_01

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্মশত বা‌র্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর আয়োজনে পাঁচ‌দিন ব্যাপী বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব শুরু হচ্ছে কাল সোমবার থেকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন প্রধান অ‌তি‌থি হিসাবে এই উৎসবের উদ্বোধন করবেন। স্বাধীনতা পরবর্তী তিন পার্বত্য জেলায় পররাস্ট্র মন্ত্রণাল‌য় পর্যা‌য়ের কোন মন্ত্রীর এটি প্রথম সফর।

ইতোমধ্যে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবকে ঘি‌রে পাহাড়ের তিন জেলায় সা‌র্বিক প্রস্তু‌তি সম্পন্ন ক‌রে‌ছে আয়োজক ক‌মি‌টি। রাঙামাটি চিংহ্লা মং চৌধুরী মারী স্টে‌ডিয়া‌মে সোমবার সকাল ১০টায় এ উৎসবের উ‌দ্বোধনী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌বে। পররাস্ট্রমন্ত্রী ছাড়া জাতীয় ও জেলা পর্যা‌য়ের গুরুত্বপুর্ন ব্য‌ক্তিবর্গ এ‌তে উপ‌স্থিত থাক‌বেন। উৎসবের সমাপনী দিনে প্রধান অ‌তি‌থি থাকবেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং এম‌পি।

NewsDetails_03

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা জানান, পাহাড়ের পর্যটন সম্ভাবনার পথ প্রসা‌রিত ও বিক‌শিত, ‌রোমাঞ্চ‌প্রিয় তরুণদের অ্যাডভেঞ্চারের মত চ্যা‌লে‌ঞ্জিং কর্মকান্ডে উৎসাহ প্রদান এবং পার্বত্য চট্টগ্রা‌মের সমৃদ্ধ সাংস্কৃ‌তিক ঐ‌তিহ্যকে বিশ্বের দরবারে উপস্থাপন করা এ অ্যাডভেঞ্চারের মুল লক্ষ্য।

তি‌নি জানান,জা‌তির পিতার জন্মশত বা‌র্ষিকীর শেষল‌গ্নে ও বাংলা‌দে‌শের ৫০ বছর পু‌র্তির শুভক্ষনে অনু‌ষ্ঠিত বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের ব্যঞ্জনা হ‌বে সুদুর প্রসারী। তি‌নি এই উৎসব সফলভা‌বে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আয়োজক সুত্র থেকে জানা গেছে, তিন পার্বত্য জেলা হতে ৫০ জনসহ সারা বাংলাদেশের ১০০ জন অংশগ্রহনকারী উৎসবের বি‌ভিন্ন ইভেন্টে অংশ নিবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে এ‌ উৎসব দ্বিতীয়বারের মত অনু‌ষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন