বাধাসৃষ্টিকারীদের উচিত শিক্ষা দেয়া হবে : বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ক্য শৈ হ্লা

NewsDetails_01

বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন থেকে প্রত্যেক নেতা কর্মীকে ভোটের জন্য রাত দিন ভোটারদের কাছে যেতে হবে। যারা ভোট কেন্দ্রে বাধা সৃষ্টি করবে তাদেরকে প্রতিহত করা হবে, উচিত শিক্ষা দেয়া হবে। নির্বাচন সুষ্ঠ হবে, নিরপেক্ষ হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ ।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা শেষে তিনি একথা বলেন ।

NewsDetails_03

এসময় নেতা কর্মীদের উদ্দেশ্যে ক্য শৈ হ্লা আরো বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। আমরা অনেক বেশি ঐক্যবদ্ধ । যারা বিশৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, আমরা ৬ বার প্রধানমন্ত্রীকে ৩০০ নং সংসদীয় আসন উপহার দিয়েছি। এবারও ৭ম বারের মতো বীর বাহাদুরকে নির্বাচিত করে প্রধানমন্ত্রীকে উপহার দিব।

এসময় আনন্দ শোভাযাত্রা ৩০০ নং আসনের সংসদ সদস্য ও পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো.সামশুল ইসলাম,শ্রমিক লীগের সভাপতি মো.মুছাসহ জেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ,যুব লীগ,মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।