বান্দরবানে ফার্মেসীতে অনুমোদনহীন ঔষধ, জরিমানা আদায়

NewsDetails_01

বান্দরবানের বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসন ও কক্সবাজার ঔষধ প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় কক্সবাজার ঔষধ প্রশাসনের ড্রাগ সুপার রোমেল মল্লিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

NewsDetails_03

অভিযানে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারা ভংগের দায়ে মেসার্স জননী ঔষধালয়কে ৩ হাজার টাকা , মেসার্স মাসুদ ড্রাগ হাউসকে ২ হাজার ৫শত টাকা, মেসার্স বিশ্বাস মেডিকেল হলকে ১হাজার ৫শত টাকা এবং মেসার্স জ্যোতিশ্বর ফার্মেসীকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় প্রায় ৫০হাজার টাকার অবৈধ-অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ এবং ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।

কক্সবাজার ঔষধ প্রশাসনের ড্রাগ সুপার রোমেল মল্লিক জানান, ঔষধ প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত কাজের অংশ যা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন