বান্দরবান পালিত হয়নি বিএনপি-জামায়েত এর হরতাল

NewsDetails_01

সারাদেশে বিএনপি-জামায়েত এর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বান্দরবান পার্বত্য জেলায় পালিত হয়নি।

আজ রবিবার সকাল থেকে জেলার অভ্যন্তরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও জেলা থেকে দূরপাল্লার কোন যান ছেড়ে যায়নি। যান চলাচল বন্ধ থাকার কারনে ভোগান্তিতে পড়ে দূর-দূরন্ত থেকে বান্দরবানে আসা পর্যটকরা। শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারী অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান ছিল খোলা।

NewsDetails_03

সকাল থেকে জেলা শহরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিল করলেও প্রধান প্রধান স্পটে বিএনপি-জামায়েত এর নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি, ফলে সব ধরনের প্রতিষ্ঠান খোলা ছিল, জীবন যাত্রা ছিলো স্বাভাবিক। শহরের প্রতিটি গুরত্বপূর্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়।

জেলা বিএনপি ও জামায়েত ইসলাসির সিনিয়র নেতাকর্মীরা ঢাকায় গত শনিবারের মহা সমাবেশে যোগ দিয়ে জেলায় ফিরতে না-পারার কারনে তারা হরতাল পালন করতে পারেনি, এমন ধারনা অনেকের।

বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, হরতালকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়, তবে বান্দরবানে হরতালের কোন প্রভাব নেই।

আরও পড়ুন