হিফজুল কুরআন প্রতিযোগিতায় সেরা‌ সা‌বের হো‌সেন না‌হিদ

NewsDetails_01

প‌বিত্র রমজান মাস উপল‌ক্ষ্যে তৃতীয়বা‌রের মত রাঙামা‌টি‌তে অনু‌ষ্ঠিত প‌বিত্র হিফজুল কুরআন প্রতিযোগিতায় সেরা‌দের সেরা হ‌য়ে‌ছেন পাক পাঞ্জাতন (রাঃ) তায়ালা আনহু প্রাইভেট হা‌ফে‌জিয়া মাদ্রাসা ও এতিমখানার হা‌ফেজ শিক্ষার্থী মোঃ সা‌বের হো‌সেন না‌হিদ।

বৃহস্প‌তিবার বিকা‌লে রাঙামা‌টি পার্বত্য জেলা প‌রিষ‌দের সহ‌যো‌গিতায় ও নিউ রাঙামা‌টি জা‌মে মস‌জিদ প‌রিচালনা ক‌মি‌টির আ‌য়োজ‌নে রাঙামা‌টি পার্বত্য জেলা প‌রিষ‌দের এনেক্স ভব‌নে অনু‌ষ্ঠিত প্রতি‌যো‌গিতার গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে সেরা প্রতি‌যো‌গি না‌হি‌দসহ অন্য বিজয়ী‌দের হা‌তে পুরষ্কার তু‌লে দেয়া হয়।

এ‌তে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বন প‌রি‌বেশ ও জলবায়ু প‌রিবর্তন মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি দীপংকর তালুকদার এম‌পি।

NewsDetails_03

নিউ রাঙামা‌টি জা‌মে মস‌জিদ প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি হাজী মোঃ মুছা মাতব্ব‌রের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন জেলা প‌রিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হো‌সেন খান, পু‌লিশ সুপার মীর আবু তৌ‌হিদ, উপ‌জেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, প্রেস ক্লাব সভাপ‌তি সাখাওয়াত হো‌সেন রু‌বেল।

স্বাগত বক্তব্য রা‌খেন নিউ রাঙামা‌টি জা‌মে মস‌জিদ প‌রিচালনা ক‌মি‌টির সাধারণ সম্পাদক ম‌নিরুজ্জামান মহসীন রানা। ‌মোনাজাত প‌রিচালনা ক‌রেন রাঙামা‌টি সু‌ন্নিয়া ইসলা‌মিয়া সি‌নিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জ‌সিম উদ্দিন নুরী। অনুষ্ঠা‌নে সঞ্চালনা ক‌রেন রাঙামা‌টি জেলা ইমাম স‌মি‌তির সভাপ‌তি মাওলানা মোঃ ওসমান গ‌নি চৌধুরী।

প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন প্রায় কুরআনের ১০, ২০, ৩০ পারার শতাধিক হাফেজ। কয়েকটি ধাপ পেরিয়ে প্রতিযোগিতার তিনভা‌গে সেরা ৯ জনকে নির্বাচিত করেছেন বিচারকরা। এদের মধ্য থে‌কে সেরা সেরা‌দের নির্বা‌চিত হন মোঃ সা‌বের হো‌সেন না‌হিদ।

অনুষ্ঠা‌নে তিন বিভা‌গের বিজযী‌দের মা‌ঝে নগদ অর্থ, সম্মাননা ক্রেষ্ট ও সা‌র্টিফি‌কেট ব্যানার প্রদান করা হয়।

আরও পড়ুন