৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক স্কুল খুলবে সকাল ১০টায়

NewsDetails_01

সরকারি প্রাথমিক স্কুলের সময়সূচিতে সাময়িক পরিবর্তন এনেছে সরকার। তীব্র শীতের কারণে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক স্কুল সকাল ৯টার পরিবর্তে খুলবে ১০টায়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে নতুন এই সময়সূচির কথা জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়, সারা দেশে চলমান শৈত্য প্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

NewsDetails_03

দুই শিফটের স্কুলের ক্ষেত্রে প্রভাতি শাখায় এই নিয়ম কীভাবে কার্যকর হবে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন দ্য ডেইলি স্টারকে বলেন, সব সরকারি প্রাথমিক স্কুল সকাল ১০টায় খুলবে।

ছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী দেশের যেসব জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাবে, সেখানকার বিদ্যালয় আলোচনা করে বন্ধ করার আদেশটি বহাল রাখা হয়েছে।

আরও পড়ুন