ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে পড়ার সুযোগ পেলেন কাপ্তাইয়ের উক্যনু মারমা

রাঙামাটির কাপ্তাইয়ের ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর প্রত্যন্ত অঞ্চল মুরালী পাড়ার গরীব মেধাবী মুখ এবং কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ হতে এই বছরের ১৩ ফেব্রুয়ারী প্রকাশিত এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৫ অর্জনকারী ছাত্র উক্যনু মারমা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ক” ইউনিটের “ভূতক্ত” বিভাগে পড়ার সুযোগ পেয়েছেন। সম্প্রতি ঢাবির ক ইউনিট এর ফল প্রকাশিত হয়েছে।

উক্যনু মারমার এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার এবং কলেজ এর শিক্ষক ও সহপাঠীরা। তাঁর পিতা মংসুই অং মারমা ও মাতা নাংসাপ্রু মারমা জানান, অভাবের সংসারে সবসময় ছেলেকে ভালো খাবার, ভালো পোশাক এবং প্রাইভেট টিচার দিতে পারে নাই, এরপরও ছেলে আমাদের প্রায় ১৫ কিঃ মিঃ দূরে গিয়ে কলেজ করে বাড়িতে এসে কৃষি কাজে সহায়তা করে আবার পড়ালেখা করেছে। এবার সেই বিশব্বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন। সেই যেন ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করতে পারে সেজন্য সকলের আর্শীবাদ চাই।

NewsDetails_03

উক্যনু মারমা জানান, স্কুল এবং কলেজ এর সকল শিক্ষকদের সহযোগিতা না থাকলে আমি প্রত্যন্ত অঞ্চল হতে এতদূরে আসতে পারতাম না। ভবিষ্যৎে ভালো ফলাফল করে আমি যেন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, সেই আর্শীবাদ চাই।

কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী জানান, সে খুব গরীব ঘরের সন্তান, তবে খুবই মেধাবী এবং মনোযোগী একজন ছাত্র। আমরা সব শিক্ষকরা তাঁকে সবসময় সহায়তা করেছি এবং কলেজ হতে তাকে উপবৃত্তি দিয়েছি। দারিদ্র্যকে জয় করে উক্যনু মারমার এই ফলাফল সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে আমি মনে করি।

আরও পড়ুন