সারি সারি সবুজ পাহাড়, আর পাহাড়ের বুক চিরে বয়ে চলা সাঙ্গু নদী। সাঙ্গুর বুকে থরে থরে সাজানো আছে প্রাকৃতিকগত ভাবেই বড় বড় পাথর। এসবের টানেই দূর্গম পথ পাড়ি দিয়ে জেলার প্রাকৃতিক সৌন্দর্যের থানচিতে ভ্রমনে যায় দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা। থানচির নাফাখুম, আমিয়াখুম, বেলাখুম, বড় পাথর, রেমাক্রী, আন্ধারমানিক, তিন্দু ও বড় মদক এলাকায় প্রতিবছর হাজার হাজার পর্যটক ভ্রমন করে থাকে। বর্ষা মৌসুমে সাঙ্গু নদীতে তীব্র স্রোত ও স্পট গুলো পাথুরে এবং পিচ্ছিল হওয়ার কারণে স্পটগুলো পর্যটকদের জন্য বিপদজনক হওয়ার কারনে প্রতিবছর বর্ষা মৌসুম দফায় দফায় বন্ধ থাকে পর্যটক যাতায়ত। প্রতিবছর বর্ষা মৌসুমে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ার কারনে নৌ ডুবির ঘটনায় নিহত ও আহত হবার ঘটনা ঘটে।