বান্দরবানে মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পার্বত্য জেলা বান্দরবানে মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলার রেইচা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাটস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় তত্বাবধায়ক মো.শকিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, রেইচা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু মারমা সাবু সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, পার্বত্য এলাকার মানুষের প্রতি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আজ পার্বত্য অঞ্চলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে, বান্দরবান সদর উপজেলার রেইচা এলাকায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৩০ কোটি ৫৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে ৩ একর জায়গাজুড়ে ৮টি ভবন নির্মাণ করা হবে আর এই ভবনগুলো নির্মাণ হলে মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন
1 মন্তব্য
  1. নাছরুল্যাহ আনাছ বলেছেন

    শুধু নির্মাণ আর অনুমোদন দিয়ে গেল, অথচ জনশক্তি কে কাজে লাগানোর কোন রাস্তা বের করতে পারলো না….
    এসব অর্থহীন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।