বান্দরবান সদর থেকে রুমা উপজেলা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু করেছে বাস মালিক সমিতি । বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে প্রথমবারের মত বাস সার্ভিস চালু করেছে বাস মালিক সমিতি ।
বাস সার্ভিস লাইনম্যান মোহাম্মদ জাকির হোসেন জানান, আগে বাসে জনপ্রতি একশত টাকা ভাড়ায় বান্দরবান সদর থেকে সদরঘাট এলাকায় অস্থায়ী বাসস্টেশন পর্যন্ত আসত । পরে সেখান থেকে তিন কিলোমিটার রাস্তায় জীপ গাড়িতে করে রুমা সদরে আসত হত । এতে যাত্রীকে বর্ষাকালে বাড়তি ৩০ টাকা ভাড়া গুণতে হত । আর এখন যাত্রীরা ১১০ টাকা ভাড়ায় রুমা সদর থেকে বান্দরবান সদরে যেতে পারবে ।
উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা বলেন, যাত্রীদের রুমা হতে বান্দরবান পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালুর দাবি দীর্ঘদিন থেকে ছিল । পরে এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ বাস মালিক সমিতির সাথে আলোচনা করা হয়, আলোচনা ফলপ্রসূ হওয়ায় আজ থেকে সরাসরি বাস সার্ভিস চালু হয়েছে ।