রাঙামাটি পার্বত্য জেলা পরিষ‌দের দা‌য়িত্ব গ্রহন করলেন অংসুই প্রু চৌধুরী

NewsDetails_01

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের দা‌য়িত্ব নি‌লেন নবনিযুক্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে তার নেতৃত্বাধীন ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ এ দায়িত্বভার গ্রহণ করে। অংসুই প্রু চৌধুরী রাঙামাটি জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান বৃষ কেতু চাকমার স্থলাভিষিক্ত হলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবনে) দায়িত্ব অর্পণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম। চেয়ারম্যান হিসেবে যোগদানের পর জেলা পরিষদের সম্প্রদায় ভিত্তিক নিয়োগ পাওয়া ১৪ জন সদস্য যোগদানপত্রে স্বাক্ষর করেন। যোগদান অনুষ্ঠান শেষে বিদায়ী চেয়ারম্যান বৃষ কেতু চাকমা রাঙামাটি জেলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

NewsDetails_03

এদিকে নবনিযুক্ত পরিষদবর্গ যোগদান শেষে বঙ্গবন্ধুর মুর‌্যাল ও রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। সেসময় উপস্থিত ছিলেন,রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদ্দোহা চৌধুরী, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার নেতৃত্বাধীন ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ বাতিল করে পরিষদের বর্তমান সদস্য অংসুই প্রু চৌধুরীকে চেয়ারম্যান নিযুক্ত করে বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ নিয়োগ দেয়।

সরকারের এই আদেশ অনুসারে নবনিযুক্ত রাঙামাটি জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন ১৫ সদস্যের পরিষদ আনুষ্ঠানিকভাবে সোমবার যোগদান করেন।

আরও পড়ুন