রাঙামাটি সদরে আরো একজন নার্সের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। তিনি শহরের টিএন্ডটি এলাকার বাসিন্দা। রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা: মোস্তফা কামাল জানান, চট্টগ্রামের ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে শনিবার সন্ধ্যায় এ রিপোর্ট আসে। তিনি রাঙামাটি জেনারেল হাসপাতালের নার্স।
এনিয়ে রাঙামাটিতে করোনায় ২৬ জন আক্রান্ত হয়েছে, যার মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালের নার্স হচ্ছেন ৭ জন। অন্যদিকে ২৬ জনের মধ্যে ৪ জন সম্পুর্নরুপে করোনামুক্ত হয়েছেন।