কাপ্তাইয়ে টিকা নিলেন সাড়ে ১২ হাজার জন

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় সাড়ে ১২ হাজার জন সিনোফার্মের টিকা গ্রহন করেছেন।

শনিবার (১৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।

NewsDetails_03

তিনি জানান, কাপ্তাইয়ে গত শুক্রবার পর্যন্তস প্রায় সাড়ে ১২ হাজার জন সিনোফার্মের টিকা গ্রহন করেছেন। তৎমধ্যে সিনোফার্মার প্রথম ডোজ টিকা গ্রহন করলেন ৭ হাজার ৪শত ২০জন এবং কোভিশিল্ডের প্রথম ডোজ টিকা গ্রহন করলেন ৪ হাজার ৯ শত ৭৬ জন। গত ১৪ জুলাই কাপ্তাই উপজেলা স্বাস্থ্য সিনোফার্মার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এবং ইতিমধ্যে সিনোফার্মার ২য় ডোজ টিকা নিলেন ৯৫ জন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় ইতিমধ্যে কোভিশিল্ডেের ২য় ডোজ টিকাও গ্রহন করেছে ৩ হাজার ৯ শত ৭৪ জন। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহনের জন্য এই পর্যন্ত সর্বমোট ২১ হাজার ৭ শত ৬৫ জন নিবন্ধন করেছেন। এ মূহুর্তে হাসপাতালে সিনোফার্মার টিকা মজুদ আছে ৩শত ৪৪ ডোজ।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন যে হারে মানুষ স্বাস্থ্য বিভাগে টিকা নিতে আসছেন, সেই হারে পযাপ্ত পরিমান টিকা স্বাস্থ্য বিভাগে মজুদ নাই। ফলে অনেকে নিবন্ধন করেও টিকা নিতে পারছেন না।

আরও পড়ুন