থানচিতে ফের কেএনএফের গোলাগুলি

NewsDetails_01

বান্দরবানের থানচি উপজেলার বাজারে ফের গুলিবিনিময় করেছে কেএনএফ। তবে কেএনএফ এর সাথে কোন সংস্থার গোলাগুলি হয়েছে এটা নিশ্চিত হওয়া যায়নি। থানচির উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থানচি বাজারের আশেপাশে প্রচুর গুলি বিনিময় হয়। থানচি বাজারের পেছনের শাহজাহান পাড়ার দিক থেকে দফায় দফায় গুলির শব্দ ভেসে আসে। গোলাগুলির সময় থানচি বাজারের মসজিদে মুসল্লিরা আটকা পড়ে। থানচি বাজারে গুলি করার কারনে বাজারের ব্যাবসায়ি ও স্থানীয়রা সাঙ্গু নদীর পাড়সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে।

NewsDetails_03

আরো জানা যায়, বান্দরবান ও চট্টগ্রাম থেকে সংবাদ কাভার করতে যাওয়া বেশ কয়েকজন সাংবাদিক ও রিসোর্টে থাকা পর্যটকরা নিরাপদে আছেন। এই প্রতিবেদন লেখার সময় এই ঘটনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, থানচির সোনালী ব্যাংকে ২ বার হামলা করেছে অস্ত্র লুট করার জন্য, এসময় পুলিশ পাল্টা গুলি করে কেএনএফ সদস্যদের প্রতিরোধ করার জন্য।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, অর্ধ শতাধিক কেএনএফ এর নারী ও পুরুষ সদস্য এই সশস্ত্র আক্রমনে অংশ গ্রহন করে।

আরও পড়ুন