ধর্মীয় গুরু তিলোকানন্দ ভান্তের মৃত্যুতে চাঙমা সাহিত্য গোষ্ঠির শোকাঞ্জলি

NewsDetails_01

পার্বত্য ভিক্ষু সংঘের চতুর্থ সংঘরাজ, বৌদ্ধ ধর্মের জ্যোতিকা ও সাদা মনের মানুষ খেতাবপ্রাপ্ত পরম শ্রদ্ধাভাজন ভদন্ত তিলোকানন্দ মহাস্থবির ভান্তের মহাপ্রয়াণে দীঘিনালা উপজেলার বাঘাইছড়িদুঅরের চাঙমা সাহিত্য গোষ্ঠি’র পক্ষ থেকে শোকাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।

চাঙমা সাহিত্য গোষ্ঠি’র উপদেষ্টা- ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, সভাপতি- বিশিষ্ঠ লেখক ও সাংস্কৃতিক সংগঠক আনন্দ মোহন চাঙমা, সহ-সভাপতি কালেন্দ্র লাল চাকমা, সা. সম্পাদক জগৎময় চাকমা, যুগ্ম- সম্পাদক সোনারাম চাকমা, সদস্য যথাক্রমে রত্নসেন চাকমা, মঙ্গল কান্তি চাকমা, মিজ সমরিকা চাকমা, মিজ সোনাবি চাকমা, সুসার কান্তি চাকমা স্বাক্ষরিত এক বার্তায় পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও মৈত্রী প্রতিষ্ঠায় এই নিভৃতচারী ধর্মীয় গুরুর অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছেন।

NewsDetails_03

বিবৃতিদাতারা প্রয়াত ভান্তের আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত কাচালং শিশু সদন’র পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি হয়ে বাঘাইছড়ি ফেরার পথে তিনি মানিকছড়ি উপজেলায় প্রাণত্যাগ করেন।

আরও পড়ুন