নাইক্ষ্যংছড়িতে ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে অবরোধ : আটক১

NewsDetails_01

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ২ দিনের হরতাল-অবরোধকে কেন্দ্র করে প্রথম দিনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মু, শফি উল্লাহ বাস ভবনের সামনে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে উপর গভীর রাতে হরতাল-অবরোধ পালনের লক্ষ্যে ককটেল ফাটিয়ে টায়ারে আগুন জ্বলিয়েছে বিএনপির নেতা-কর্মীরা।

আজ রোববার (৫ নভেম্বর) গভীর রাত সাড়ে ৩টার দিকে উপজেলা চেয়ারম্যানের নতুন বাস ভবনের সামনে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের উপর ককটেল ফাটিয়ে এবং টায়ারে আগুন জ্বলিয়ে হরতাল-অবরোধ পালনের চেষ্টা করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আব্দুর মান্নান।

NewsDetails_03

তিনি বলেন, রবিবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মু, শফি উল্লাহ’র বাস ভবনের সামনে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের উপর ককটেল ফাটিয়ে এবং টায়ারে আগুন জ্বলিয়ে হরতাল-অবরোধ নামে নৈরাজ্য সৃষ্টি খবর পেয়ে ঘটনাস্থলে এসআই মু, ফখরুল ইসলামের সঙ্গীয় ফোর্স সরজমিনে তদন্ত করেন। ঘটনার প্রেক্ষিতে ২০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়।

এতে উপজেলা বিএনপির একাংশের সভাপতি মুহাম্মদ আরেফ উল্লাহ ছুট্টুকে উক্ত মামলায় গ্রেফতার করা হয়।

আরও পড়ুন