বান্দরবানে কেএনএফের ২ জনকে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ

NewsDetails_01

গ্রেফতার হওয়া সন্দেহভাজন কেএনএফের ২জন সদস্যকে আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবানের থানচি থানার মামলার দুই আসামী আসেলন চেও বম (১৯) ও ভাননুন নুয়াম বম (২৩) কে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

NewsDetails_03

পরে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত) মো.নুরুল হকের আদালত আসামী ২জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

মামলার আইও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য জানান, থানচি থানার মামলায় ২আসামিকে ২দিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয়েছে এবং আদালত আসামী ২জনকে আবার জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছে।

উল্লেখ্য, জেলার রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭৮জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৬১ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করে আদালত।

আরও পড়ুন