নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৩

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ফের ৩ বাংলাদেশী আহত হয়েছে। আজ ৫ মে (রবিবার) সকালে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

NewsDetails_03

আহতদের মধ্যে একজনের পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার রাতে একই এলাকায় মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশ আহত হয়। এরা সবাই অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তর ওপার থেকে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে তারা আহত হন। আজ (রবিবার) সকালে যারা আহত হয়েছেন তারা হলেন, কক্সবাজারের রামু উপজেলার মোঃ রফিক, গর্জনিয়া এলাকার মোঃ আব্দুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। এদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ছাবের আহাম্মদ জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। ঐ সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করেছে।

আরও পড়ুন