পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের গতি ধরে রাখতে নৌকায় ভোট দিন : বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রা‌মে উন্নয়‌নের গ‌তি ধ‌রে রাখ‌তে নৌকায় ভোট দেওয়ার আহবান জা‌নি‌য়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ব‌লেন, অতী‌তে বিএন‌পি জামা‌ত সরকা‌রের আম‌লে পাহা‌ড়ে কোন উন্নয়ন চো‌খে প‌ড়ে‌নি এবং রক্তস্নাত জনপদ ছিল। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা চু‌ক্তির মাধ‌্যমে পাহা‌ড়ে শা‌ন্তি ফেরা‌নোর পাশাপা‌শি অভুতপুর্ব উন্নয়ন সাধন ক‌রে‌ছেন। তাই পাহা‌ড়ের সম্ভাবনা‌কে সম্পদশালী ও উন্নয়ন কর্মকান্ড তরা‌ন্বিত কর‌তে নৌকা মার্কায় ভোট দি‌তে হ‌বে।

আজ সোমবার (০২ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনায়তনে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপি প্রকল্পের আওতায় কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

NewsDetails_03

তিনি বলেন, আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় এসে পাহাড়ে শান্তি এনেছেন রাজনৈতিক ভাবে। ৯৭ সালে শান্তি চুক্তি করেছেন। বর্তমানে পাহাড়ের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী কৃষকদের ভর্তুকি দিয়ে সার, কৃষি আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। খাদ্যে আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম দেশের বোঝা নয়, দেশের গুরুত্বপূর্ণ সম্পদে প‌রিণত হ‌বে।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য হারুনুর রশীদ, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমূখ।

প‌রে জেলার ১০ উপজেলার ৩২০ জন কৃষকের মধ্যে বিনামু‌ল্যে অত্যাধু‌নিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

আরও পড়ুন