ফুটপাত দখলমুক্ত করতে রাঙামা‌টিতে পু‌লি‌শের অভিযান

NewsDetails_01

পু‌লিশ সুপা‌রের ঘোষনার ২৪ ঘন্টার ম‌ধ্যে রাঙামা‌টি পৌর শহরকে যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পু‌লিশ প্রশাসন। গত বুধবার বেলা ১০টা থেকে দুপুর পর্যন্ত অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ শাহ ইমরান ও কোতয়ালী থানার অ‌ফিসার ইনচার্জ মোহাম্মদ আ‌রিফুল আ‌মিন নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এদিন বনরুপার কাঠালতলী এলাকা হ‌তে হ্যাপীর মোড় পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে। এসময় রাস্তার পা‌শে ভ্রাম্যমান দোকান, অ‌বৈধভা‌বে গা‌ড়ি পা‌র্কিং এবং‌ দোকা‌নের সাম‌নে ফুটপাত দখল ক‌রে পসারা উচ্ছেদ কর‌তে দেখা গে‌ছে।

NewsDetails_03

পৌরবাসী পু‌লিশ প্রশাস‌নের এমন অভিযানে সন্তোষ্টি প্রকাশ করে জন দুর্ভোগ কমাতে প্রশাসনের নিয়মিত এমন অভিযান দাবি করেন।

কোতয়ালী থানার অ‌ফিসার ইনচার্জ মোহাম্মদ আ‌রিফুল আ‌মিন জানান, জেলা আইনশৃঙ্খলা মাসিক মিটিংয়ে শহরের ফুটপাত দখলের বিষয়টি ধারাবাহিক আলোচিত হয়ে আসছে। দখলের কারণে শহরে জন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বারবার সতর্ক করার পরে দখলমুক্ত করা যায়নি। তাই অভিযান চালাতে হচ্ছে। প্রয়োজনে এ অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি। অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন