বান্দরবানের অনুষ্ঠানস্থলে কন্ঠ শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাঁপা

NewsDetails_01

প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র সাথে কন্ঠ শিল্পী এন্ড্রু  কিশোর ও কনক চাঁপা
প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র সাথে কন্ঠ শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
পাহাড়ের প্রাণের উৎসব মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ অনুষ্ঠানের রং ছড়িয়ে দিতে এখন বান্দরবানের রাজারমাঠের অনুষ্ঠানস্থলে কন্ঠ শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাঁপা। সোমবার রাতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে স্থানীয় রাজার মাঠে মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের এই দুই গুনি কন্ঠ শিল্পী সংগীত পরিবেশন করছেন।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে‘ওয়াগ্যোয়াই পোয়েঃ;র উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। বান্দরবান শহরের রাজার মাঠে মাহা‘ওয়াগ্যোয়াই পোয়েঃ এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সংরক্ষিত আসনের এমপি ফিরোজা বেগম চিনু, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন পিএসসি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত রায়, পৌর মেয়র ইসলাম বেবীসহ অনেকে। এসময় বিভিন্ন ধরণের শত শত ফানুস উত্তোলন করেন প্রতিমন্ত্রীসহ অতিথিরা। পরে আতশ বাজির প্রদর্শন শুরু হয়। এসময় ধর্মীয় দেশনা প্রদান করেন উ প ঞ ঞ্যা জোথ থের।
তিন পার্বত্য জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব,সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন। দেশের এই জনপ্রিয় দুই গুনী শিল্পীর প্রথমবারের মতো বান্দরবানে আগমনকে কেন্দ্র করে উৎসবস্থলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন