বান্দরবান-থানচি সড়ক পরিদর্শন করেন সড়ক যোগাযোগ ও মহাসড়ক বিভাগের সচিব

NewsDetails_01

বান্দরবানের রুমা-থানচি সড়ক ভাঙ্গনের এলাকায় পরিদর্শন করেছেন সড়ক যোগাযোগ ও মহাসড়ক বিভাগের সচিব এবি এম নুরুল আমিন উল্লাহ নুরী।

আজ শনিবার সকালে বান্দরবান-রুমা ও থানচি সড়কে বিভিন্ন স্থানে সড়ক ভাঙ্গন এলাকায় পরিদর্শন করেন তিনি।

NewsDetails_03

পরিদর্শনে উপস্থিত ছিলেন, বিভাগীয় ৩৪ ইঞ্জিনিয়ার কনষ্ট্রাকশন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদূর রহমান এনডিসি পিএসসি, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, সড়ক ও জনপদে নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন সহ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, চিম্বুক-থানচি সড়ক বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। যার ফলে পাহাড় কাটিং করে বাইপাস সড়ক তৈরী করা হয়েছে। দুই/এক দিনের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হলে স্থানীয় ও পর্যটক যানচলাচল করতে পারবে।

আরও পড়ুন