বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ চালু

NewsDetails_01

টানা তিন ঘন্টার প্রচেষ্টায় বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ পুনরায় সচল হয়েছে। তবে মোটরসাইকেল চলাচলে সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৪ আগষ্ট) বেলা ২টায় থানচি ফায়ার সার্ভিসের টিমলিডার তরুন বিকাশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তরুন বিকাশ বড়ুয়া বলেন, বান্দরবান থানচি সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

NewsDetails_03

নীলগিরি পর্যটন কেন্দ্র হতে নীলদিগন্ত পর্যটন কেন্দ্রের মাঝ খানে গ্যালেঙ্গা ঝিড়ির শেষ মাথায় ২৩ কিলো নামক স্থানের গত বৃহস্পতিবার রাতে পাহাড় ধসে সড়কের মাঝ খানে বড় একটি পাথর পড়ার কারনে বান্দরবান -থানচি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল করতে বাংলাদেশ সেনাবাহিনী ১৬ ইসিবি ও থানচি ফায়ার সার্ভিস যৌথ ভাবে আজ শুক্রবার সকাল থেকে প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় পাথরটি সরাতে সক্ষম হয়েছে।

তিনি আরো বলেন, সড়কে কাদা মাটি জমে সড়ক পিচ্ছিল থাকার কারনে ভারি যানবাহনের পাশাপাশি মটরসাইকেল চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন